তারাবীহ নামাজ ২০ রাকাত না ৮ রাকাত সুন্নাত?
ইদানীং আমাদের মুসলিম সমাজে তারাবীহ নামাজের রাকাতের সংখ্যা নিয়ে চরম মতবিরোধ দেখা দিয়েছে। এ অনাকাংখিত সমস্য সৃষ্ঠির জন্যে এক শ্রেণীর লা-মাজহাবীরাই দায়ী। তাদের বিভ্রান্তিকর প্রচারণা থেকে আমাদের ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের’ অনুসারীদের রক্ষা এবং তাদের প্রতি এ সংক্রান্ত সঠিক তথ্যনির্ভর আলোচনা পেশ করতে আজকের আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। রাসূল (স.), সাহাবায়ে কেরাম (রা.), তাবে‘য়ীন, তাবে