কিয়ামতের আলামতসমূহ
মানুষের হিসাবনিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। (আল-কোর‘আন: সূরা আম্বিয়া-১) কিয়ামত দিবস প্রতিনিয়তই নিকটবর্তী হয়ে আসছে। হযরত সাহল বিন সা‘দ (রাযি:) বর্ণনা করেন যে, তিনি আল্লাহর রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শাহাদাত (তর্জনী) আঙ্গুলের দিখে ইশারা করে বলতে প্রত্যক্ষ করেছেন,“আমাকে এবং কিয়ামত দিবসকে এরকম (নিকটবর্তী) করে পাঠানো হয়েছে।” (অর্থাৎ যেভাবে তর্জনী এবং