উলামায়ে কিরামের জামায়াতবিরোধিতাকে রাজনৈতিক বিরোধিতার জের আখ্যা দেয়া ও তার খন্ডন
রচনায়: শায়খুল হাদীস মাওলানা হাফিয মাহমূদ হোসাইন জামায়াত-নেতৃবৃন্দ উলামায়ে কিরামের বিরুদ্ধে যে সব মিথ্যাচার করে থাকেন এগুলোর মধ্যে সবচেয়ে বেশী জঘন্য মিথ্যাচার হল এই যে, তারা উলামায়ে কিরামের মওদূদীবিরোধিতাকে একটি রাজনৈতিক বিরোধের জের আখ্যা দিয়ে থাকেন। উলামায়ে কিরামের এ বিরোধিতাকে বিগত শতাব্দির চল্লিশের দশকে সংঘটিত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ‘একজাতি তত্ত্বের ভিত্তিতে অখন্ড ভারত পরিকল্পনা’ বনাম