কেমন ছিল শাইখুল হাদীস হযরত মাওলানা মুহাম্মাদ ইসহাক সাহেব (রাহ.)-এর দারসে হাদীস?
– শাইখুল হাদীস মাওলানা হাফিয মাহমূদ হোসাইন সাহেব (দা.বা.) আমার পরম শ্রদ্ধেয়, প্রাণপ্রিয় উস্তাদ শাইখুল হাদীস হযরত মাওলানা মুহাম্মাদ ইসহাক আমাদের মাঝে আর নেই। বিগত ১০ রজব ১৪৩৬ হিজরী, মোতাবেক ২৮ শে এপ্রিল রোজ বুধবার রাত ১০ টা ১৫ মিনিটে আমাদের ছেড়ে তিনি স্বীয় মাওলার সান্নিধ্যে চলে গেছেন। এর আগের দিন মঙ্গলবার স্নেহভাজন মাওলানা আব্দুল