আল্লামা ইসহাক রহ. এর তাকওয়া ও খোদাভীতি
-মাওলানা আবদুল মুকীত জালালাবাদী (রাহ.) ২০০১ খ্রি. থেকে আমার কর্মজীবনের বিভিন্ন সময়ে এবং ক্ষেত্রে যে সকল বিজ্ঞ উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসীনে এযামের সোহবত ও সাহচর্য লাভের সৌভাগ্য হয়েছে- তন্মধ্যে শীর্ষ ব্যক্তিত্ব হচ্ছেন দক্ষিণ এশিয়ার প্রখ্যাত শায়খুল হাদীস, পবিত্র বুখারী ও মিশকাত শরীফের কালজয়ী ব্যাখ্যাতা আল্লামা ইসহাক রহ.। আমি তাঁর সঙ্গে তিনটি সূত্রে পরিচিত হওয়ার