শা‘বান মাসে করণীয় ও বর্জনীয় আমলসমূহ
যদি কেউ একাকী এ রাত্রিতে ইবাদত-বন্দেগীতে লিপ্ত হন, তাহলে তাতে কোন অসুবিধা নেই; যেহেতু কিছু দুর্বল রেওয়াতসমূহে বিষয়টি উল্লেখ রয়েছে। তবে দলে দলে এক সাথে জড়ো হয়ে ইবাদত করা সাহাবা, তাবি‘য়ীন বা আতবায়ে তাবি‘য়ীনের মধ্য থেকে কারও কাছ থেকে প্রমাণিত নয়।