ইসলামী জীবনগঠনে ফতওয়ার গুরুত্ব ও তার অপব্যবহার
লেখক: মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম যখন মাটির নীচে একটি বীজ বপন করা হয়, তখন সে বীজ থেকে বেরিয়ে আসে সবুজ বর্ণের একটি চারা, তা থেকে হয় কান্ড, কান্ড থেকে ধীরে ধীরে গজিয়ে উঠে ডালপালা। ঠিক তেমনিভাবে যে কোন উসূল বা মূলনীতি থেকে নির্গত হয়ে আসে অনেক শাখা প্রশাখা। শরীয়তের মাস্আলা-মাসায়েরে ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম