আব্দুল্লাহ ফাহীম
৬.৫.২০১৩
ব্লগ কী?
ব্লগ (Blog) হচ্ছে ‘ওয়েব লগের’ (Web log) সংক্ষিপ্ত রূপ। ব্লগের প্রথম যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে । প্রাথমিক পর্যায়ে ব্লগ কেবলমাত্র ব্যক্তিগত ডায়েরীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯৯৯ সালের পর থেকে ব্লগ ব্যবহারকারীদের সংখ্যা তীব্র গতিতে বৃদ্ধি পায়, আর সাথে সাথে ব্লগেও আসে নানান বৈচিত্র। ইদানীং একটা ব্লগ অনেক কিছুই হতে পারে- আপনার ব্যক্তিগত ডায়েরী, রাজনৈতিক নিবন্ধসমগ্র। অথবা ব্যবসা, অর্থনীতি, বিজ্ঞান ও দর্শনের উপর নির্বাচিত কিছু প্রবন্ধ। এক কথায়, নিজস্ব চিন্তা-ভাবনাকে ইন্টারনেট জগতের যে কোন স্থানে (ওয়েবসাইটে) লিখিতভাবে প্রকাশ করাকেই ব্লগিং (Blogging) বলা হয়।
ব্লগার কাকে বলে?
যিনি ব্লগ লিখেন, তাকেই ব্লগার বলে। প্রথমদিকের ব্লগারদের মধ্যে জাস্টিন হল, জেরি পোর্নেল ও অন্যান্যদের নাম পাওয়া যায়।
আপনিও একজন ব্লগার হতে পারেন
ব্লগ ও ব্লগারের সংজ্ঞা থেকে এ কথাটি পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে, ব্লগার হওয়ার জন্য আপনাকে না হতে হবে একজন বিজ্ঞানী, না অর্থনীতিবিদ না মহাপন্ডিত। আপনি যদি কী-বোর্ডের কেরামতি জানেন, আর সেটাকে কপি করে আপনার ব্লগসাইটে পেস্ট করতে পারেন, তাহলেই আপনিও একজন ব্লগার।
ব্লগার ও নাস্তিক কী সমার্থক?
উপরের আলোচনা থেকে এ কথাটিও স্পষ্ট হয়ে গেছে যে, ব্লগার ও নাস্তিক সমার্থক নয়। একজন ব্লগার লেখালেখি করেন। একজন নাস্তিক সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে। কাজেই এ দু’টো পরিভাষাকে সমান দৃষ্টিতে দেখা অজ্ঞতার বহিঃপ্রকাশ বৈ কিছু নয়। একজন ব্লগারের পক্ষে নাস্তিক হওয়া অসম্ভব নয়। আবার একজন নাস্তিকও ব্লগার হতে পারে। মানতিকের (তর্কশাস্ত্র) পরিভাষায় এটাকে ‘উমূম খুসূস মিন ওয়াজহ’ বলা যেতে পারে।
বহুলপ্রচলিত ব্লগ-সেবা প্রদানকারী কয়েকটি ওয়েবসাইট
জনপ্রিয় ব্লগ প্রভাইডার ওয়েবসাইটগুলো হচ্ছে: (Blogger) ব্লগার, (LiveJournal) লাইভ-জার্নাল ও (WordPress) ওয়ার্ডপ্রেস। আপনার ব্লগ খুলতে হলে, আপনাকে এখানের যে কোন ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলতে হবে – যা খুবই সহজ। রেজিষ্ট্রেশন ফর্মে আপনার নাম, ই-মেইল এবং আরো কিছু সত্য-মিথ্যা তথ্য প্রদান করলেই একটি ব্লগ খোলা যায়।
নিম্নে ওয়েবসাইটগুলোর ইউআরএল (URL) প্রদান করা হল:
wordpress.com
বাংলা ভাষায় ব্লগ
উপরের সবক’টি ওয়েবসাইটগুলোতে বাংলাতে ব্লগ লেখা যায়। এ ছাড়াও শুধু বাংলা ভাষায় প্রচলিত ব্লগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
http://www.somewhereinblog.net
তাই আর দেরী না করেই নাস্তিক ব্লগারদের মোকাবেলা করতে আপনিও ঝাঁপিয়ে পড়ুন। দিশাহারা জাতি আপনার দিকেই তাকিয়ে আছে।
বন্ধু! যদি তোমার কাছে থাকে সত্যের সদাদীপ্ত মশাল, তাহলে সেটার আলোয় জাতিকে আলোকিত করতে তুমি কি এগিয়ে আসতে চাও না!